
হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল: নড়াইলে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ৪ জনকে ৪ হাজার ৬ শ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১০নভেম্বর) দুপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইনতদারক ও পর্যালোচনা সংক্রান্ত নড়াইল জেলা বিশেষ টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ নড়াইল শহর ও রূপগঞ্জ বাজার তদারকীকালে এ জরিমানা করা হয়।
রূপগঞ্জ বাজারের আশ্রম রোডে ডলার বেকারীকে‘খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ’এর অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪২ ও ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহাকারি পরিচালক শামীম হাসান এবং মিথ্যা তথ্য দেয়ায় একই বাজারের এক খুচরা ব্যবসায়ীকে ৬শ টাকা এবং শহরে দুই মটরসাইকেল চালককে ১হাজার টাকা কওে জরিমানা করেন বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব নড়াইল জেলার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, জেলা কৃষি বিপনন কর্মকর্তা মারিয়া রায়হানা, এনএসআই ফিল্ডঅফিসার কাজী আজহারুল ইসলাম, ছাত্রপ্রতিনিধি মো:শুভ মোল্যা সহ পুলিশ ও আনসার সদস্যরা।
এয়াড়া দোকানের পণ্যে ক্রয় ও বিক্রয় মুল্যে তালিকা ও মেমো না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গস্খহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লাভের নামে সাধারণ মানুষদেও যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা।