
নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও মহা রাস উৎসব আজ সন্ধ্যায় শঙ্খধ্বনির মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব।
হাজারও ভক্ত আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল হিন্দু ধর্মাবলম্বীদের এই প্রাণের উৎসব। শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসব হলেও শ্রী শ্রী ত্রিভঙ্গ চরণ দাস (বাবাজি) নামে এক সাধককে ঘিরে শেখহাটির দেবভোগে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
রাস মেলায় ভারত থেকে আসা দর্শনার্থী সুনীল চন্দ্র বিশ্বাস বলেন, ‘এ মেলায় এসে ভালো লেগেছে। প্রতি বছরই আমার পরিবার নিয়ে আসা হয়। খুবই সুন্দর অন্যরকম একটা অনুভূতি হয়। সবাই গ্রামের মানুষ একসাথে মিলে মজা করে। এখানে আসলে নিজেদের কাছের মানুষগুলোর সাথে দেখা হয়।’
উৎসব কমিটির সদস্য ও শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলক বিশ্বাস বলেন, ‘রাধাকৃষ্ণ বৃন্দাবনে যে রাসলীলা করেছিলেন আমরা এখানে তার স্মৃতিটাকে ধরে রাখার জন্য এই উৎসব পালন করে থাকি। তবে বাবাজি শ্রী শ্রী ত্রিভঙ্গ চরণ দাস বৃন্দাবন থেকে এসে দেবভোগ গ্রামকে বৃন্দাবনে রূপান্তরিত করেছেন।’