হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল : নড়াইল সদর উপজেলার দেবভোগ শেখপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ত্রি বার্ষিক নির্বাচনী প্রক্রিয়ায় দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে ।
শনিবার ( ২৩ নভেম্বর) সকালে সরজমিন ওই এলাকায় গিয়ে জানা যায় একটি সন্ত্রাসী চক্র এ সমিতি দখলে নিতে নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও অপকৌশল চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী চক্র গত ১৭ নভেম্বর প্রকাশ্যে জেলা সমবায় কার্যালয়ের সামনে প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে ও সমিতির নির্বাচনে তাদের বিপক্ষীয়দের মনোনয়নপত্র এবং সমিতির রেজুলেশন খাতা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। হামলায় সভাপতি প্রার্থী জসীম উদ্দীন, সহ-সভাপতি প্রার্থী আব্দুল মতিন ও তাদের সাথে থাকা আব্দুর রব বাপ্পি সহ কয়েকজন মারাত্মক রক্তাক্ত জখম হন।
এ ঘটনায় দেবভোগ শেখপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।
তার অভিযোগের প্রেক্ষিতে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় এবং মনোনয়ন ফরম প্রদান করা হয়। ক্ষতিগ্রস্থরা পুনরায় মনোনয়ন ফরম পূরণ করে গত ১৯ নভেম্বর ধার্য্য তারিখে পুনরায় মনোনয়ন ফরম জমা দেন।
যাচাই-বাছাই কালে সভাপতি প্রার্থী মো: জসিম উদ্দিন সহ ১২ জনের মনোনয়ন ফরম বাতিল করা হয়। মনোনয়ন বাতিল হওয়ার পর সংশ্লিষ্ট প্রার্থীরা দেখতে পান তাদের নিকট হতে যে মনোনয়ন ফর্মগুলো ছিনিয়ে নেয়া হয়েছিল সেই সমস্ত ফর্মে তাদের বিভিন্ন রকমের ত্রুটি দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পুনঃ তফসিল ঘোষণার পর তারা পরবর্তীতে ঘোষণা করা তফশিল অনুযায়ী যে মনোনয়নপত্র পুনরায় দাখিল করেছিলেন সেগুলো যাচাই-বাছাই করা হয়নি। তখন তারা বুঝতে পারেন ছিনতাইকারীরা অফিসের সাথে জোগ সাজোশে তাদের পূর্বে পুরনকৃত মনোনয়ন ফর্মে টেম্পারিং করে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি সৃষ্টি করে সেই ফর্ম জমা দিয়েছেন। আর সে কারণেই মনোনয়নগুলি বাতিল করা হয়েছে।
সভাপতি পদপ্রার্থী জসীম উদ্দীন জানান অপর সভাপতি প্রার্থী মুরাদ ও তার সহযোগীরা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তাদের উপর হামলা চালান। তাদের জমা দিতে আসা মনোনয়নপত্র, সমিতির রেজুলেশন খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। এমনকি মারপিট করে তাদেরকে আহত করে। পুনরায় তফসিলের পর আবারো তাদের মনোনয়নপত্র দেয়া হয়। সেই মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ করে জমা দেয়া হয়। কিন্তু ছিনতাই করা পূর্বের মনোনয়নপত্র টেম্পারিং করে নানা ধরনের ভুল ভ্রান্তি সৃষ্টি করে বাছাইকালে বাতিল করা হয়েছে। সভাপতি প্রার্থী জসীম উদ্দীন ও মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা সন্ত্রাসী হামলা, মনোনয়নপত্র ছিনিয়ে নেয়া, উদ্দেশ্য মূলকভাবে মনোনয়নপত্র বাতিল করা সহ সকল অপকর্মের বিচার দাবি করেন। পাশাপাশি নির্বাচনে অংশ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের নির্বাচন কমিটির সভাপতি ও নড়াইল সদর উপজেলা সমবায় অফিসার মোঃ তৌহিদুর রহমান বলেন তাদের মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার বিষয়ে তারা অভিযোগ করেন। পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণা করে আবারো তাদেরকে মনোনয়ন ফরম দেয়া হয। যাচাই-বাছাই করার সময় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কেন কি কারনে বাতিল করা হয়েছে এমন প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এদিকে অপার সভাপতি প্রার্থী মুরাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন কারা হামলা চালিয়েছে এবং মনোনয়নপত্র ছিনিয়ে নিয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না।