
হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল : নড়াইল পৌরসভার নড়াইল গ্রামের আদু মোল্যার ছেলে সন্ত্রাসী হৃদয় মোল্যার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি। সে সারাক্ষণ নেশাগ্রস্থ থাকে। অহেতুক সাধারণ মানুষের সাথে সন্ত্রাসী আচরন করে। নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে মানুষের সাথে মারমুখি আচরন করে। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে এ কলেজের ছাত্র রিফাত’র উপর অহেতুক আক্রমন চালায়। হৃদয় ও তার সহযোগি সোহান মিলে রিফাতকে মারতে উদ্যত হলে সেখানে থাকা অন্যান্যরা ঠেকায় দেয়। চলে যাওয়ার সময় সে রিফাতকে পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দিয়ে যায়। রিফাত জানায় হৃদয়ের সাথে তার কোন দ্বন্দ্ব বা মতদ্বন্দ্ব নেই। হঠাৎ করেই সে বিনা কারনে এ ধরনের আচরন করে। স্থানীয়রা জানায়, হৃদয় প্রায়ই মানুষের সাথে এ ধরনের আচরন করে নিজেকে সন্ত্রাসী ও মাস্তান হিসেবে উপস্থাপন করতে চায়। নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে হম্বিতম্বি করে। কলেজ চলাকালে প্রায়ই তাকে কলেজ চত্বরে আড্ডা দিতে দেখা যায়। নিরীহ প্রকৃতির ছাত্রদের দেখলেই সে তাদের সাথে সন্ত্রাসী আচরন করে ও শক্তি প্রদর্শন করে। কিছুদিন আগে সে সৌরভ নামে এক তরুনকে মারপিট করে। তার দ্বারা অনেকেই হেনস্থা হলেও নিরাপত্তার ভয়ে আইনী পদক্ষেপ নেয়নি। এলাকাবাসি অনাকাংখিত দূর্ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

