
হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল : নড়াইলের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগ নেতা কাজী সারোয়ার হোসেন বরাবরের ন্যায় এবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নামে গরু কোরবানি দিয়েছেন। নড়াইলের নড়াগাঁতি থানার বাগুডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে ঈদের পরদিন মঙ্গলবার ১৮ জুন সকালে গরু কোরবানি করার সময় তিনি বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিবছর গরু কোরবানি করে আসছেন। ঈদের দিন পরিবারের পক্ষে কোরবানি করেন। ঈদের পরদিন বঙ্গবন্ধু ও তার পরিবারের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করে এ সময় আরো বলেন ইতোপূর্বে তার বাবা বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য গরু কোরবানি করতেন। এরপর বাবার অবর্তমানে তিনি বিগত ১৬ বছর যাবত প্রতিবছর কোরবানি করে আসছেন। আগামীতেও এ কোরবানি অব্যাহত রাখবেন বলে জানান।

