
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে পুলিশ সুপারের কার্যালয় ও থানাগুলিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সংরক্ষিত চেয়ার থাকবে। নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলার সকল শ্রেণিপেশার মানুষ। শুধু তাই নয়, এমন উদ্যোগ নেয়ায় পুলিশ সুপার সাদিরা খাতুন সর্বমহলে প্রমংসিত হয়েছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে ৫টি প্রতিকী চেয়ারে জেলার ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে বসিয়ে একথা বলেন পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা এসএ বাকী, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান ।
উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা বলেন, নড়াইলের পুলিশ সুপার বীরমুক্তিযোদ্ধামের সম্মান প্রদর্শনে একটি ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। এটি শুধু বসার চেয়ার নয়, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর অনন্য নজির। জেলার মুক্তিযোদ্ধারা পুলিশ সুপারের এ উদ্যোগে গর্বিত ও আবেগ আপ্লুত। এ উদ্যোগ দেশের মুক্তিযোদ্ধাদের জন্য একটি মর্যাদা ও সম্মানের বার্তা বহন করবে।
পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের ৫২তম শাহাদাৎ বার্ষিকী ( সেপ্টেম্বর) উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে এ আয়োজন। বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যার দিক দিয়ে নড়াইল দ্বিতীয়। নড়াইল জেলার প্রতিপাদ্য বিষয় হলো “ক্রীড়া সংস্কৃতি মুক্তিযুদ্ধ” চিত্রার কোলে নড়াইল সমৃদ্ধ”।
তিনি আরো বলেন, জাতীর বীর সন্তানদের সম্মান দেখানো এটা আমাদের নৈতিক কর্তব্য। মুক্তিযোদ্ধারা যে চেতনা নিয়ে এ দেশ স্বাধীন করেছিলেন তাদেরকে সেই সম্মান দেখানো কর্তব্যের মধ্যেই পড়ে। তাই পুলিশ বিভাগ মুক্তিযোদ্ধাদের সম্মানে কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার দেখে হয়তো অনেকে অনুপ্রানীত হবে, তাদের প্রতি ভক্তি-শ্রদ্ধা আরোও বাড়বে। পুলিশের কাছে আগত সেবা প্রত্যাশিরা প্রত্যক্ষ করবে মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা।
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন বলেন, বীরমুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জানাতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।