হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে বোমা হামলায় ৩জন মারাত্নক আহত হয়েছেন। আহতরা হলেন নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের ওয়াজেদ আলী তিুত, নিউটন গাজী ও বাবু মোল্যা। নড়াইল সদর থানার এসআই সুজাত জানান, শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে গোবরা বাজারে বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
বিকট আওয়াজে বোমা বিস্ফোরনের শব্দ পেয়ে লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। স্থানীয়রা আহতদের এনে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। আহকদের মধ্যে ওয়াজেদ আলী তিতু’র অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধিন আহত নিউটন গাজী জানান,তারা শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে গোবরা বাজারে বিএনপি কার্যালয়ে বসা ছিলেন। হঠাৎ অতর্কিতে সিঙ্গাশোলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ এর নেতৃত্বে তাদের উপর বোমা হামলা করা হয়। সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ এর মোবাইলে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে। এ কারনে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন,ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। আর এ ঘটনার সাথে জড়িতদেও গ্রেফতারে অভিযান চলছে।