হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ সভা হয়েছে। সিভিল সার্জন সাজেদা বেগম পলিন এর সভাপতিত্বে সিভিল সার্জনের কার্যালয়ে রোববার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু , জেলা আনসার এ্যাডজুটেন্ট বিকাশ চন্দ্র , জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম সেলিম ভুইয়া, ডাঃ শুভাশিষ বিশ্বাস, সাংবাদিক মাসুমার রহমান সহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় জানানো হয় আগামী ১২ ডিসেম্বর ৬ থেকে ১১মাস বয়সী শিমুদেও জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন জানান, এ কার্যক্রম সফল করতে ১২০জন সুপার ভাইজার ২৫০জন কর্মী ২হাজার ৪০জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তারা বিষয়টি সরাসরি তদারকি করবেন।