হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে সময় টিভি’র নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিব ছিনতাইকারিদের হামলায় আহত না-কি সন্ত্রাসী হামলায় আহত ? এ বিষয়টি সর্বমহলে স্পষ্ট হয়নি। সাধারণ মহল তো দুরের কথা মিডিয়া কর্মীরা পর্যন্ত রয়েছেন ধোয়াশার মধ্যে। পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা এ ঘটনার কোন মোটিভ উদ্ধার করতে পারেনি। বিষয়টি পরিস্কার না হওয়ায় স্থানীয় মিডিয়া কর্মীদের মধ্যে অজানা আতংক বিরাজ করছে। বিভিন্ন বলয়ে দ্বিধা বিভক্ত মিডিয়া কর্মীরা ফেসবুকে ও নিউজে নানা ধরনের মন্তব্য ও নিউজ প্রচার করায় সাধারণ মানুষদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কেউ কেউ মিডিয়া কর্মীদের মধ্যে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছেন। অভ্যন্তরীণ কোন্দলকে উস্কে দিচ্ছেন। যা রীতিমত মিডিয়া কর্মীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।
এরই মধ্যে সাংবাদিক সমাজ নড়াইল এর ব্যানারে শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সময় টিভি’র প্রতিনিধি’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এ মানববন্ধনে ডাক পাননি সকল মিডিয়া কর্মীরা। যে কারনে উপস্থিতি ছিল কম। তদুপরি মিডিয়া কর্মী’র ওপর হামলার প্রতিবাদে কর্মসূচী পালন করায় খুশি হয়েছেন সকলেই।
‘সাংবাদিক সমাজ,নড়াইল’এর আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাব’র সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম এম মাহাবুবুর রশীদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাসেল হুসাইন,তাহের আলী,সুজয়ি বিশ্বাস,শুখ সরকার, ভক্ত সরকার, মো:হাফিজুর রহমান,শরিফুল ইসলাম বাবলু,মুন্সি আসাদুর রহমান,ইমরান হোসেন।
বক্তারা বলেন,গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা-না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। গত ৩০ ডিসেম্বর নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সজিবুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। তাৎক্ষনিক নড়াইল সদও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পর এলাকায় ও মিডিয়ায় প্রচার হয় সময় টিভি’র প্রতিনিধি সজিবুর রহমানের ওপর ছিনতাইকারিরা হামলা করেছে। অথচ পরবর্তীতে আবার বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হচ্ছে তিনি দুস্কৃতকারিদের হামলার শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে সাধারণ জনগন ও মিডিয়া কর্মীরা ধোয়শার মধ্যে আছেন। বিষয়টি নিয়ে মিডিয়া কর্মীদের মধ্যে নানা গুঞ্জণ চলছে। তবে কেউ স্পষ্ট করে কিছু বলছেন না। কেবলমাত্র একটি বিষয় সুস্পষ্ট হয়েছে যে, তিনি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
নড়াইলে সাংবাদিক সমাজের মানববন্ধন

Leave a comment