
নড়াইল সদর প্রতিনিধি : নড়াইলে স্কুলে ঢুকে সহপাঠী ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ১০ ছাত্রকে মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে বখাটেরা। এদের মধ্যে ৭ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে স্কুল থেকে নড়াইল শহরে যাওয়ার পথে তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, গোবরা পার্ব্বতী বিদ্যাপিঠের পাশের উজিরপুর গ্রামের পল্লব, ইয়ামিন ও সুরোজিৎ নামে তিন বখাটে সম্প্রতি স্কুলের টিফিন পিরিয়ডে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় স্কুলের কয়েজন ছাত্র এর প্রতিবাদ করে। এরই জেরে প্রতিবাদকারী ছাত্রসহ তাদের ১০ সহপাঠী গত মঙ্গলবার দুপুরে হামলার শিকার হয়। শিক্ষার্থীরা নিজেদের স্কুলের হয়ে ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে এ খবর পেয়ে পল্লব, ইয়ামিন ও সুরোজিতের নেতৃত্বে ১০/১৫ জন হাতুড়ি, লোহার রড, লাঠিসোটা নিয়ে নড়াইল-গোবরা সড়কের পিয়ারাতলায় অবস্থান নেয়। পরে তিন ইজিবাইকে ছাত্ররা সেখানে পৌঁছালে বখাটেরা ইজিবাইকের গতি রোধ করে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে নেয়া হলে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
হামলায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।

