জন্মভূমি ডেস্ক : নতুন বছরের শুরুতেই বিএনপি দেশের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে চায় এবং তাদের দাবি, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন সম্ভব। দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, তারা অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত, যাতে নির্বাচনের পথ সুগম হয়।
এছাড়া, বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দ্রুত নির্বাচনের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। দলের নেতারা দৃঢ় বিশ্বাসী, যে গণঅভ্যুত্থানটি শুরু হয়েছিল তা নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় লাভ করবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যেই বলে দিয়েছেন, “দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়।
তবে, অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে সময় চাইলেও, কালক্ষেপণ তাদের কাম্য নয়। বিএনপি কেন্দ্রীয় নেতারা তাদের প্রত্যাশা জানিয়েছেন যে, যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার শেষ হলে, নতুন বছরের মধ্যে নির্বাচন হবে এবং এর মাধ্যমে আসবে নতুন সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনকে বিলম্বিত করার যে প্রবণতা সেটি আমার কাছে সুখকর বলে মনে হচ্ছে না। বাংলাদেশের সংগ্রামী জনগণ, দল গড়ার চেষ্টা করছে। স্বাগত জানাচ্ছি। তারা অধিকাংশ আসনে জিতে আসল স্বাগত জানাব। কিন্তু জনগণকে পছন্দের সুযোগটা দিতে হবে। জনগণ জানে কীভাবে ভোট দিতে হবে।’
নতুন বছরেই নির্বাচন চায় বিএনপি
Leave a comment