ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধার বারুইডাংগা সার্বজনীন পূজা মন্দিরে শ্রীমদ্ভগবত গীতা বিদ্যাপিঠের শুভ উদ্বোধন করা হয়েছে।
মন্দির কার্যনির্বাহী কমিটির আয়োজনে শুক্রবার (৩০ জুন) বিকেলে সকলের কল্যান কামানার্থে মোমবাতি প্রজ্জ্বলন করে গীতা স্কুলের শুভ সূচনা করা হয়। এই ধর্মীয় প্রতিষ্ঠানে বিনামূল্যে গীতা শিক্ষা প্রদান করা হবে জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মন্দির কার্য নির্বাহী কমিটির সভাপতি হীরক দত্ত, সাধারন সম্পাদক বাবু রাম দত্ত, গীতা স্কুলের শিক্ষক দীপক কুন্ডু সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠন সঞ্চালনা করেন মন্দির কার্যনির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক বাবু বাপোন দত্ত।এসময় শিক্ষার্থীদের হাতে পবিত্র গীতা বই তুলে দেয়া হয়।
নলধা বারুইডাংগা পূজা মন্দিরে গীতা বিদ্যাপিঠের উদ্বোধন
Leave a comment