ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে গত রোববার দেশে ফিরেছে বাংলাদেশ দল। এদিকে বিশ্বকাপে পাড়ি জমানোর আগেই সাকিব জানিয়েছিলেন, বৈশ্বিক এ আসরের পরই নেতৃত্বের ভার আর নিবেন না। তাই ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় লিটনকে। তবে পারিবারিক কারনে এই আসন্ন সিরিজ খেলতে চান না লিটন।
জানা যায়, ঘরের মাঠে কিউইদের সিরিজে ছুটি চেয়ে আবেদন করেছেন লিটন।পারিবারিক সমস্যার কারনে এই ছুটি চেয়েছেন তিনি।
আর লিটনের ছুটির ব্যাপার নিয়ে আজ নিজেদের সিদ্ধান্ত নেবে বিসিবি। পারিবারিক কারণে লিটনকে ছুটি দেওয়া হলে কিউইদের বিপক্ষে অনভিজ্ঞ ওপেনিং জুটি নিয়ে খেলতে হবে বাংলাদেশকে।
এর আগে, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান টিটু জানিয়েছিলেন যদি কোনো পরিবর্তন আর না আসে তাহলে সহ-অধিনায়ক লিটন দাসই সামলাবেন অধিনায়কত্বের দায়িত্ব।
তানভীর আহমেদ টিটু বলেন, ‘সাকিবের চোট আছে। পুরোপুরি সেরে না উঠার আগ পর্যন্ত সে খেলবে না। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন। যদি কোনো নতুন সিদ্ধান্ত না হয়, তাহলে সে অধিনায়কের দায়িত্বে থাকবে। আর নতুন কেউ হলে সেটিও জানিয়ে দেয়া হবে।’