জন্মভূমি ডেস্ক : নিবন্ধিত নয় এমন একটি দলও চেয়েছে নির্বাচনে লড়তে। ইতোমধ্যে ‘রাজনৈতিক’ দলটির নামে নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে মনোনয়নপত্র। ওই দলটির নাম বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভলপ। মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন সাংবিধানিক সংস্থাটি এমন তথ্য জানিয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শনিবার (২ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি। এর মধ্যে এবারের নির্বাচনে ২৯ দলের প্রার্থীরা মনোনয়ন পেতে ইসিতে আবেদন করেছেন। এ ছাড়া ইসির অনিবন্ধিত একটি দল তাদের নামে প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র ও রাজনৈতিক দল মিলিয়ে জমা দেওয়া মনোনয়নপত্রের সংখ্যা এবার দুই হাজার ৭১২টি। প্রার্থীর সংখ্যার দিক দিয়ে এগিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা)। তারা দেশের ৩০০ আসনের জন্য একই সংখ্যক প্রার্থী দিয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৩০৪ জন করে প্রার্থী ইসিতে জমা দিয়েছে। স্বতন্ত্র থেকে ৭৪৭ জন মনোনয়ন দাখিল করেছেন।