জন্মভূমি ডেস্ক : পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হলেও মোংলা বন্দরে বিদেশি জাহাজে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে টানা বৃষ্টির মধ্যেও বন্দরের ১৫টি বিদেশি জাহাজে পণ্য ওঠানামা করা হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, বাগেরহাটের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে জনজীবন কিছুটা বিপাকে পড়েছে। সকাল থেকে টানা বৃষ্টির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক এবং ভ্যানচালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে।
মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ হারুন অর রশিদ জানান, নিম্নচাপের প্রভাবের কারণে রাত থেকে বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়া ২-১ দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে, যদিও শীতের তীব্রতা আরো বাড়তে পারে।
বৃষ্টির কারণে শহরের মূল বাজারে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। রিকশাচালক মালেক ইসলাম বলেন, ‘আজ বৃষ্টি হচ্ছে, কিন্তু যাত্রী কম। দিনের আয় অনেকটাই কমে যাবে।’ ভ্যানচালক মজিদ মিয়া বলেন, ‘বৃষ্টিতে কাজ করা খুব কষ্টকর। ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে, কিন্তু পরিবারের জন্য কাজ করতেই হবে।’
কৃষকরা বিশেষভাবে উদ্বিগ্ন, কারণ এই সময়ে ধান শুকানোর কাজ চলছে। যদি ধান ভেজা থাকে, তাহলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। স্থানীয় কৃষক আবদুল গফুর বলেন, “ধান ভেজা থাকলে ক্ষতির আশঙ্কা বাড়বে। রোদ না পেলে বড় ক্ষতি হবে। মোংলা আবহাওয়া অফিস জানিয়েছে, বাগেরহাটে আজ (২১ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া, মোংলা বন্দরে বিদেশি জাহাজে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকায় বন্দর কর্তৃপক্ষের মধ্যে আশাবাদ রয়েছে যে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।
নিম্নচাপের মধ্যেও মোংলা বন্দরে বিদেশি জাহাজে পণ্য ওঠানামা স্বাভাবিক
Leave a comment