খুলনা মেট্রোপলিটন ও খুলনা রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে গতকাল বুধবার নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, শ্রদ্ধাবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, গার্ড অব অনার, মোনাজাত, নিহতদের স্মরণে একমিনিট নিরবতা পালন, ক্রেস্ট, উপহার ও সম্মাননাপত্র প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।
কেএমপি কমিশনার তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহিদ ও ২৫ মার্চ কালো রাতের প্রথম প্রতিরোধে যে সকল পুলিশ সদস্য আত্মহুতি দিয়েছেন তাঁদেরকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, পিটিসি খুলনার (ডেপুটি কমান্ড্যান্ট) অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান খাঁন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ ইকবাল, আরআরএফ খুলনার অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট) নওরোজ হাসান তাদুকদার, র্যাব-৬ খুলনার অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, ৩য় এপিবিএন খুলনার কমান্ডিং অফিসার মোঃ মাসুদ করিম, কেএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, ডেপুটি কমিশনার (উত্তর) মোল্যা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, কেএমপির ডেপুটি কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, ডেপুটি কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, জেলার বিশেষ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, হাইওয়ে (খুলনা রিজিওন) পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, সিআইডি খুলনার বিশেষ পুলিশ সুপার নাব ছত্রধর ত্রিপুরা, রেলওয়ে পুলিশ খুলনার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার প্রমুখ।