জন্মভূমি রিপোর্ট : আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, নৌকায় ভোট দিন শেখ হাসিনা আপনাদের স্মার্ট খুলনা উপহার দিবে। আগামী প্রজন্মের জন্য খুলনা হবে স্মার্ট নগরী। যে পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খুলনাকে উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে অর্থায়ন করছেন। যে কারণে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয়, ডেন্ডাল কলেজ, ক্যান্সার ইন্সিটিটিউট, শেখ রাসেল আইটি পার্কসহ অসংখ্য উন্নয়ন করেছেন। আগামীতেও এই খুলনায় যুব সমাজের জন্য আত্ম কর্মসংস্থানের জন্য বিনিয়োগ করবেন। যা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর পরিকল্পনায় নেয়া হয়েছে। আপনারা খুলনার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন। খুলনাকে সমৃদ্ধ করুন।
শুক্রবার নগরীর ৪নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময়ে উপস্থিত ছিলেন নুরইসলাম বন্দ, মো. আশরাফুল ইসলাম, মো. মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, শহিদুল ইসলাম বন্দ, শেখ মাহবুবুর রহমান, শেখ ওহিদুজ্জামান, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বাচ্চু মোড়ল, সোহেল বিশ্বাস, মোড়ল মেহেদী হাসান, আব্দুল হালিম, মো. জিহাদ শেখসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।