
বাগেরহাট অফিস ও ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেন নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন ঘটে। এই উন্নয়নে ধারাকে অব্যাহ রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহবান জানান। শনিবার বিকেল ৫টায় ফকিরহাট উপজেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী দিবস উপলক্ষে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় সম্মানীত অতিথি হিসেবে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব কাজী বেলাল সাঈদ। ফকিরহাট মহাসড়কে এক কিলোমিটার জুড়ে সড়কের দুইপাশে এই মানববন্ধনে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি ঘটে।
অপরদিকে গত শুক্রবার রাত ৮টায় চিতলমারীতে জেলা পরিষদের ভিভিআইপি ডাকবাংলোর হলরুমে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। উপজেলা আওয়ামীগ লীগ সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীনের সহধর্মীনি রুপা চৌধরী, হ্যাপী বড়াল, এ্যাডঃ ফরিদ উদ্দীন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ভূঁইয়া হেমায়েত উদ্দীন, চিতলমারী উপজেলা র চেয়ারম্যান অশোক কুমার বড়াল, এ্যাডঃ মিলান ব্যানাজী, নিজাম উদ্দীন, শেখ কেরামত আলী, শামীম আনোয়ার বাবু, অবনী মোহন বসু, নজরুল ইসলাম, এসএম মাহাতাবুজ্জামান, হেলেনা পারভীন, রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, রবীন হিরাসহ ৭ ইউপি চেয়ারম্যান ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারন সম্পাদক। এর পূর্বে চিতলমারী স্মার্ট কর্ণার উদ্ধোধন ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৫ জন অস্বচ্ছল পরিবারের মাঝে চিকিৎসা সহাতার চেক বিতরণ করেন।