জন্মভূমি ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে নগরীতে নির্বাচনী প্রচারণা চালায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠন। এ নিয়ে আমাদের রিপোর্ট।
॥ বাবুল রানার মতবিনিময় ॥
মঙ্গলবার দৌলতপুরে ১-৬নং ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচন পরিচালনা কার্যক্রম পর্যবেক্ষণ ও মতবিনিময় করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মো. আশরাফুল ইসলাম, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ইউনুছ আলী, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, এস এম আনিছুর রহমান, মোশাররফ হোসেন, এস এম আকিল উদ্দিন, দাউদ হায়দার, মো. শাহাবুদ্দিন, আবু জাফর, আসিফুর রশীদ, আব্দুর রউফ মোড়ল, ওহিদুজ্জামান শেখ, মফিজুর রহমান হিরু, হারুনুর রশীদ, জাফর ইকবাল মিলনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
॥ সদর থানা আওয়ামী লীগ ও আইনজীবী পরিষদ ॥
গণসংযোগ ও পথসভা করেছে সদর থানা আওয়ামী লীগ ও আইনজীবী নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার ২৮ ও ৩০নং ওয়ার্ড নির্বাচন পরিচালনাকারী সেন্টার কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবুল সরদার বাদল ও এ্যাড. ফারক হোসেন। সেই সাথে নেতৃবৃন্দ নৌকা প্রতীকের পক্ষে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও ২৯, ৩১নং ওয়ার্ড পরিদর্শন করেন। এসময়ে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন বাচ্চু, জোবায়ের আহমেদ খান জবা, মোখলেসুর রহমান বাবলু, হাফেজ মো. শামীম, এ্যাড. এনামুল হক, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. আশরাফুল আলম বাচ্চু, এ্যাড. খোকন রায় দিলীপ, সমীর কৃষ্ণ হীরা, মো. আযম খান, মো. শিহাব উদ্দিন, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এ্যাড. আনোয়ারা মমতাজ আন্না, এ্যাড. সাজ্জাদ আলী, এ্যাড. আশরাফুল আলম পাপ্পু, এ্যাড. কে এম মিজানুর রহমান, এ্যাড. ফিরোজ আহমেদ, এ্যাড. মোল্লা আবেদ হোসেন, এ্যাড. আসাদুজ্জামান মিল্টন, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. অশোক গোলদার, এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. রেহানা চৌধুরী, এ্যাড. রোজিনা আক্তার, এ্যাড. আব্দুল জলিল, এ্যাড. মতিয়ার রহমান, এ্যাড. নুরুন্নাহার লাকী, এ্যাড. ফাল্গুনী ইয়াসমীন মিতা, এ্যাড. খোরশেদ আলম, এ্যাড. আইয়ুব, এ্যাড. লিপি, এ্যাড. শিউলী শেরেনিয়াবাত, এ্যাড. খাদিজা আক্তার টুলু, এ্যাড. সমীর চক্রবর্তী, এ্যাড. আব্দুস সাত্তার, এ্যাড. আব্দুল কুদ্দুস, এ্যাড. ইলিয়াস হোসেন, এ্যাড. আশরাফুর রহমান দিপু, এ্যাড. রোমানা তানহা, এ্যাড. মমিনুর রহমান, এ্যাড. জিয়াদুল ইসলাম, এ্যাড. রওগন আরা, এ্যাড. মো. মনিরুজ্জামান প্রমুখ।
॥ জেলা যুবলীগের গণসংযোগ ॥
মঙ্গলবার বিকালে জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের নেতৃত্বে জেলা যুবলীগ ৩১নং ওয়ার্ডের রূপসা ব্রীজ এলাকা, মুক্তার হোসেন সড়ক, লবনচরা সুইচ গেট, রূপসা ব্রীজ বটতাল, আমতলা, হটাৎ বাজার, বান্ধাবাজার এলাকায় গণসংযোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন জলিল তালুকদার, মো. হারুন-আর-রশিদ, মো. মুশফিকুর রহমান সাগর, উজ্জল দাস, গোবিন্দ ঘোষ, মিলন গোলদার, আশরাফুল আলম রাজু, হাবিবুল্লাহ বাহার হাবিব, আল মুমিন লিটন, সাইদুল ইসলাম সুমন, বিধান চন্দ্র রায়, আরিফুর রহমান খান মামুন, তরিকুল ইসলাম সুমন, মারুফুজ্জামান ড্যানী, কবির আহম্মেদ মনা, তালিউল রহমান সানি, তাপস জোয়ার্দ্দার, জামাল ফকির, সরদার জসিম উদ্দিন, আশিষ কুমার, ফরহাদ বাবু, আরাফাত হোসেন মিয়া, জাকিয়ার রহমান ওমান, রিয়াজুল ইসলাম রিপন, অভি রায়, মো. আমিরুল ইসলাম বাবু, জাহিদুর রহমান মিল্টন, মোল্লা আশিকুর রহমান, অনুপম মল্লিক, আমিনুল ইসলাম শাওন, মেজবাবুর রহমান, এ্যাড. এম আলমগীর হোসেন মোড়ল, রবিউল ইসলাম রবি, বিবেক রায়, সৈকত আহম্মেদ জন, সাদিক মামুন, নাভিদ গজনাভি, ওয়াজকরনি বাবু, রকিবুল হাসান, তরিকুল ইসলাম তরিক, মোর্শেদ রিয়াদ, এস এম সজিবুল হক, আবদুল্লাহ আল মামুন, দিলীপ কুমার মন্ডল, অলোক রায়, জাহিদুল কবির, শেখ হাসানুর রহমান, এ্যাড. জাহিদ ইসলাম, জায়েদ খান, সাগর, মো. আনিছুর রহমান, নাঈম ফারহান, মো. কামরুজ্জামান কালু, মোহাইমিন সৌরভ, ফরহাদ আহমেদ স্বাধীন, শাহিন আলম প্রমুখ নেতৃবৃন্দ।
॥ সাবেক ছাত্রলীগ ফোরাম ॥
নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা করেছে সাবেক ছাত্রলীগ ফোরাম নেতৃবৃন্দ। মঙ্গলবার দিনব্যাপি নেতৃবৃন্দ নগরীর হাদিস পার্ক, কেডিঘোষ রোড, হেলাতলা রোড, হেলাতলা, মহেন্দাসের মোড়, ওয়েস্ট মেকড রোড এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। খুলনা উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক, মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয় সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন নেতৃবৃন্দ। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দিন আহম্মেদ মঞ্জু, এ.এস.এম নুর আলম ময়না, ডা: মোসাদ্দের হোসেন বাবলু, শেখ মোঃ সেলিম, মুন্সী আব্দুর রাজ্জাক, বয়রা মহিলা কলেজের সাবেক ভিপি আফরোজা জেসমিন বিথী, মৃনাল কান্তি বিশ্বাস, এ্যাড. জাকির উদ্দিন আহমেদ লিটন, মোঃ শাহ্ জাহান পান্না, শেখ আতাউর রহমান ববি, সৈয়দ মাসুদুর রহমান বাবু, মোঃ ইলিয়াস হোসেন লাবু, মোঃ সহিদুল ইসলাম সবুজ, মোঃ আবুল হাশেম শামীম,আরবিনা শিকদার, দেবরাজ সরদার, শেখ মোঃ শফিকুল ইসলাম, কৃষ্ণা দাস, মমতাজ সুলতানা কবিতা, মোঃ আশরাফুল আলম, সৈয়দ নাজিরুজ্জামান, জেসমিন আক্তার জুঁই, নরুন্নাহার এ্যানি, সোনিয়া আক্তার, আজমিরা আলো, ওয়ালিমা জেরিন, মোঃ সাবির খান, বনি শরীফ, লিটন মন্ডল, সৈয়দ হাসান রহমান, গোবিন্দ রায় প্রমুখ।
॥ মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ॥
আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: আলমগীর কবিরের নেতৃত্বে মেয়র পদপ্রার্থী হাজ তালুকদার আব্দুল খালেকের পক্ষে নগরীর রূপসা ঘাট ও টুটপাড়া এলাকার দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি-বাড়ি যেয়ে ভোটারদের হাতে নৌকা মার্কার লিফলেট তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা শেখ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা শেখ আসাদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শেখ হাফিজুল্লাহসহ অনেকে।
॥ মহানগর মৎস্যজীবী লীগ ॥
মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের নির্বাচন প্রচারণা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার এবং সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম খলিল ইমনের নেতৃত্বে মহানগর মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ দৌলতপুর বাজার এলাকা এবং মহেশ্বরপাশা এলাকায় দোকান পাট ও অফিসে যেয়ে ভোটারদের হাতে তালুকদার আব্দুল খালেকের নৌকা মার্কা লিফলেট বিতরন করে ভোট প্রার্থনা করেন। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন সৈয়দ মিজানুল ইসলাম আল জামিল, ইঞ্জিনিয়ার শাকিল আহসান, ইঞ্জিনিয়ার লিংকন পাল , মো: আব্দুস সবুর, রিয়াজ মাহমুদ সজল,তন্ময় সরকার, ওহিদুল আলম অহিদসহ মৎস্যজীবী লীগ দৌলতপুর থানার নেতৃবৃন্দ।
॥ মহানগর শ্রমিক লীগ ॥
বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া নেতৃত্বে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীক এবং টিফিন ক্যারিয়ার প্রতীকের পক্ষে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মল্লিক নওশের আলী, আব্দুর রশিদ শিকদার, শরীফ মোর্ত্তজা আলী, মো: শরিফুল ইসলাম, মো: নুর ইসলাম, প্রশান্ত কুমার ঘোষ, আবুল হোসেন বাবু, খোকন শীল কুটি, মানু সাহা, মো: এরশাদ, মো: রনি, পলাশ, এনামুল সহ বিভিন্ন প্রমুখ নেতৃবৃন্দ। অপরদিকে ১৯নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মেয়র-প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীক এবং ঠেলাগাড়ী প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো: জাকির হোসেন বিপ্লব এর পক্ষে, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ’র নেতৃত্বে ১৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও ভোট প্রার্থণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো: বাবুল হোসেন, কাজী আব্দুল ওহাব, আব্দুর রহিম খান, কিংকর সাহা, মো: আলমগীর মল্লিক, মো: আখতার হোসেন, মো: শরিফুল ইসলাম, বিপ্লব কুমার দে, মো: নুর ইসলাম, সনজিত ঘোষ, সাইফুল ইসলাম অপু, মো: আ: হাকিম, মো: মহারাজ, গোলাম নবি, মানু সাহা, মনা সাহা, মো: সেলিম, এবাদ আলী শেখ, ইব্রাইম, সোহাগ, সত্তার, রাব্বি, সালাম, কালাম রাজু, বাবুল, রনি, করিম শিকদার সহ বিভিন্ন প্রমুখ নেতৃবৃন্দ।
॥ জেলা স্বেচ্ছাসেবক লীগ ॥
মঙ্গলবার নগরীর ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ভোটারদের মাঝে শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়নের কথা তুল ধরেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, শেখ আসলাম আলী, মোঃ সরোয়ার হোসেন গহন, রেজাউল ইসলাম রাজা, এইচ এম কামাল হোসেন, মোঃ আব্দুল মান্নান শেখ, আবির মালিক, মোঃ ওহিদুজ্জামান, গাজী কামরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, অনুপম মন্ডল, ইমরান হোসেন যুবরাজ, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, চিন্ময় রায়, মোঃ উজ্জ্বল হাওলাদার, আবুল কালাম আজাদ, শিশির বর, সুজল সেন, মোহন গাইন টমাস, আবুল বাশার, দয়াল কৃষ্ণ প্রমুখ।
॥ জেলা শ্রমিক লীগ ॥
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিরালা, দরগা রোড, গোল্লামারীসহ বিভিন্ন এলাকায় শ্রমিক লীগ জেলা সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলীর নেতৃত্বে লীফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়। সেই সাথে সর্বস্তরের জনগণকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট প্রদানের আহ্বান জানান এবং আধুনিক খুলনা গড়ার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে তালুকদার আব্দুল খালেককে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান। এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, মোঃ শাহীন আহমেদ, মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাহাত, মোঃ জাহিদুর রহমান, মোঃ ফারুক হাসান, মোঃ জাকির হোসেন, মোঃ ওমর আলী, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ হায়দার আলী খান, বোরহান হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম, কাজী আকরাম, মোঃ সোহাগ, মোঃ ফয়সাল শেখ, মনিরুজ্জামান মনু, সোহেল গাজী, শামীম হাসান, মিজানুর রহমান, ফরিদুল ইসলাম, আবউর রহিম, মোঃ সোহাগ সেখ, মোঃ রানা, মোঃ আসাদ খলিফা প্রমুখ নেতৃবৃন্দ।
॥ হাসান ইফতেখার চালু ॥
কাউন্সিলর প্রার্থী শেখ হাসান ইফতেখার চালু। মঙ্গলবার সকাল ও বিকালে তিনি ‘ঠেলাগাড়ী’ মার্কা’র পাশাপাশি ‘নৌকা’ প্রতিকের লিফলেট বিতরণ করেন তিনি। নগরীর বয়রা বাজার, ইসলামিয়া কলেজে রোড,জলীল সরনী, বয়রা মেইন রোড, রায়ের মহল বাঙ্গালবাড়ি রোড ও হামিদ নগর এলাকায় গণসংযোগ কালে তিনি সাধারন ভোটারদের উদ্দেশ্যে বলেন, উন্নায়নের ধারা অব্যাহত রাখতে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের বিকল্প নেই। তার মতো দক্ষ কর্মবীর নগর পিতা নির্বাচিত হলেই খুলনা বাসির স্বপ্ন পূরনে পদ সুগম হবে। একই সাথে তার ‘ঠেলাগাড়ী ‘ মার্কা’য় ভোট দিয়ে ১৬ নং ওয়ার্ডে উন্নায়নের ধারা অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সাদারন ভোটারদের দেয়া ও ভোট প্রার্থনা করেছেন ১৬ নং ওয়ার্ড আ’লীগ কাউন্সিলর প্রার্থী শেখ হাসান ইফতেখার চালু। একই সাথে সাধারন ভোটারদের মিথ্যা প্রলোভনে পড়ে বিভ্রান্ত না হতে তিনি আহবান জানান। গণসংযোগ কালে দলীয় নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।
॥ ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতি ॥
ফুলবাড়ীগেটসহ পার্শবর্তি বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত সভার মধ্যে দিয়ে গণসংযোগ শুরু হয়। ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীর নেতৃত্বে নৌকা প্রতীকের পক্ষে ফুলবাড়ীগেট বাজার, মীরেরডাঙ্গা, সেনপাড়া, সোনালী এাযাক্রা কেডিএ আবাসিক এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন। এ সময় বাজার বণিক সমিতির কাজী হাফিজুর রহমান, মোল্যা আবুল কালাম আজাদ, জাকির হোসেন, তোফাজ্জেল হোসেন, নজরুল ইসলাম, আজিম শেখ, মিস্টার মানিক, মো. শাহজাহান, রইস উদ্দিন, নুরুল আমিন, হাফিজসহ বাজার বণিক সমিতির নেতা ও অন্যান্যরা উপস্থিত ছিল।
॥ খালিশপুর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ॥
খালিশপুর থানা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক মাসুদ পারভেজ। সাবেক ছাত্রলীগ নেতা এস এম নূর হাসান জনির সঞ্চালনায় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান লিটন, রিপন খান, নুরে হেলাল, মীর মনির, শাহরিয়ার বাবু, কামাল ব্যপারী ইন্জিঃ আব্দুল্লাহ আল মামুন, এনামুল হক আকাশ আঃ জব্বার, রামিজ রেজা,আমির সাব্বির, রওশন আনিজি অন্তু, আরাফাত রহমান, মো সাহিনসহ প্রমুখ। সভায় নৌকা প্রতীকের পক্ষে খালিশপুর থানাধীন বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া থানাধীন বিভিন্ন ওয়ার্ডে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাদের জন্য শুভকামনা জানানো হয়।