
বিজ্ঞপ্তি : ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর সাবেক চেয়ারম্যান শেখ আনোয়ারুল হকের ৮ম ওফাত দিবস উপলক্ষে খুলনা মহানগরের উদ্যোগে সোমবার যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ দিনেই শেখ আনোয়ারুল হক চিরবিদায় নেন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকালে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। জোহরের নামাজ শেষে ২৪নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদে দোয়া, মোনাজাত ও তেহারী বিতরণ করা হয় এবং বিকেল ৪টায় ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদারের বাসভবনে তাঁর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মরহুম শেখ আনোয়ারুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানী’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, আশিক-উস সালেহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, শেখ আলমগীর হোসেন, শেখ ফজলুল রহমান, শেখ রিজওয়ান রিজু, মোঃ ফরিদ খান, সাজিদ হোসেন মাল্লান, মোঃ জুম্মান, মোঃ শেখ মকবুল হোসেন, ডাঃ মোঃ নূর ইসলাম তালুকদার, শেখ মোঃ মনিরুল ইসলাম মনি, শেখ মোঃ তৌহিদ হোসেন, মোঃ শফি মল্লিক, মোঃ সুমন হক, বক মোঃ হুমায়ুন কবির, এস এম খালিক, নূর মোহাম্মদ নুরু প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, মরহুম শেখ আনোয়ারুল হক উদার মনের ও সজ্জন ব্যক্তি ছিলেন। সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তাঁর অত্যন্ত সুসম্পর্ক ছিল। তিনি ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে দরিদ্র অসহায়দের আর্থিক সহায়তা ও তাদের ছেলেমেয়েদের লেখাপড়া, বিয়ে-সাদিতে অকাতরে দান করতেন। এছাড়া মসজিদ, মাদরাসা, এতিমখানা, মন্দির, গির্জা উন্নয়নে সাহায্য সহযোগিতা করতেন।