পাইকগাছা অফিস
পইকগাছায় অগ্নিকান্ডে তিনটি বসতঘর ভষ্মিভূত হয়েগেছে। উপজেলার লস্কর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর লক্ষ্মীখোলা গ্রামের সাজ্জাদ গাজীর দুটি বসত ঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ভষ্মিভূত হয়। ঘটনাটি মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ঘটে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে তা স্থানীয়রা পানি দিয়েও নিভাতে পারেনি। ক্ষতিগ্রস্ত পরিবার বলছে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে। নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আরো জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের চর লক্ষীখোলা গ্রামের সাজ্জাত গাজীর ছেলে ইবাদুল গাজী, আসাদুল গাজী ও গাউস গাজীর বসতঘরে রাত সাড়ে ৯ টার দিকে আগুন লাগে। ইবাদুল গাজী জানায়, রান্না ঘরের পাশে আমাদের বৈদ্যুতিক তার থেকে আগুনের সুত্রপাত হয়। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলেও আগুন নিভাতে ব্যর্থ হয়। আগুনে ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, চাল, ধান, কাপড় পুড়ে যায়। এক কথায় নিজেদের কাছে থাকা বস্ত্র ছাড়া আর কিছই তাদের নেই। তাৎক্ষণিক ভাবে ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন চাউল ও এলাকাবাসী পুরাতন কাপড় দিয়ে তাদেরকে সাহায্য করেছে বলে তিনি জানান। এ ঘটনায় ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।