
জন্মভূমি রিপোর্ট
আগামী ২৫ জুন যানবাহন চলাচলের জন্য বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু খুলে দেয়া হবে। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখি সেতুর উদ্বোধন করবেন।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ পদ্মা সেতু উদ্ধোধনের দিন ক্ষন গণনা শুরু করেছে। এ উপলক্ষে দৈনিক জন্মভ‚মির পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন শ্রেডু পেশার মানুষের প্রতিক্রিয়া তুলে ধরা হবে। আজ প্রকাশিত হলো জাতীয় মহিলা সংস্থার জেয়ারম্যান রুনু ইকবাল বিথারের প্রতিক্রিয়া।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন,স্বপ্নের পদ্মা সেতু খুলনাবাসীর স্বপ্নের জায়গা। পদ্মা সেতু প্রকল্প উদ্ধোধনের আগে প্রধানমন্ত্রি বড় বড় অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন। যার মধ্যে সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু।
এই সেতু উদ্ধোধনে প্রধানমন্ত্রীর ওপর নানা চাপ ছিল। বঙ্গবন্ধু ছিল স্বপ্ন দেখানো মানুষ। তার কন্যা হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজেও স্বপ্ন দেখেন ও স্বপ্ন দেখান। প্রধানমন্ত্রীর কঠোর পরিশ্রমে ও মেধার কারনে তিনি সফল হয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা বলেই তিনি পেরেছেন।
পদ্মা সেতু বাস্তবায়ন হলে এ দেশের যোগাযোগ ব্যবস্থায় এক মাইলফলক তৈরি হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক জোন তৈরি হবে। বেসরকারি সকল শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধি পাবে। এর ফলে বিপুল পরিমাণ কর্মসংস্থানও সৃষ্টি হবে এই এলাকায়। যার ফলে এই এলাকার মানুষ আর্থিকভাবে লাভবান হবে ।
পদ্মা সেতু বাস্তবায়নের পরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিমানবন্দর বাস্তবায়ন হলে দেশ আরও কয়েত ধাপ এগিয়ে যাবে। পদ্মা সেতু বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অফুরন্ত ভালবাসা জানান তিনি।