
জন্মভূমি ডেস্ক : চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার বোট ক্লাব সংলগ্ন ১২নম্বর ঘাট এলাকায় পরিত্যক্ত একটি লাগেজ থেকে মানবদেহের আটটি খণ্ড উদ্ধার করেছে পুলিশ। তবে মাথা ও শরীরের বিভিন্ন অংশের খোঁজ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে লাগেজটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি আফতাব আহমেদ।
পুলিশের ধারণা, হত্যার পর দেহের খণ্ডিত অংশগুলো লাগেজে ভরে খালের মুখে রাখা হয়েছিল যাতে সেটি ভেসে সাগরে চলে যায়।
পুলিশ জানায়, গতকাল রাতে কর্ণফুলী নদী ও সাগরের মোহনার কাছাকাছি এলাকায় একটি খালের মুখে লাগেজটি পড়ে ছিল। স্থানীয় এক নারী সেটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে সেটি খুলে মানবদেহের টুকরোগুলো উদ্ধার করে।
ওসি আফতাব আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে- দেহের খণ্ডিত অংশগুলো কোনো পুরুষের। পরিচয় ও আলামত নষ্টের জন্য এভাবে ফেলে দেওয়া হয়েছে। ব্যাগের ভেতরে মাথার অংশ পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।