জন্মভূমি ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার করার অপরাধে ৫ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইন্সটিটিউট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের কেন্দ্র সচিব সাইফুল ইসলাম।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, খড়িয়া কাজির চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজুয়ান কবির, সুলতান মাহমুদ, ভেলুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতাহার আলী, ঝিনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসাদ উজ্জজামান ও মো. মনিরুজ্জামান।
ওই কেন্দ্রের ট্যাগ অফিসার মাসুমা মমতাজ বলেন, ‘পরীক্ষার শুরুর কিছুক্ষণ পর শিক্ষকদের সার্চ করলে মোবাইল পাওয়া যায়। পরে বিষয়টি ইউএনও স্যারকে অবগত করি।’
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, ‘নির্দেশনা অমান্য করে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার করায় সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্বরত ৫ জন শিক্ষককে দুই বছরের জন্য পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিতে আমরা সর্বদা তৎপর রয়েছি।’