বিজ্ঞপ্তি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পাঁচগাঁওয়ের বরেণ্য শিক্ষাবিদ আলহাজ্ব সরোয়ার হোসেন খান (৯৩) আর নেই।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বার্ধ্যজনিত নানা রোগে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বাদ আছর তার প্রতিষ্ঠিত পাঁচাগাঁও জিন্দাতিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে মাদ্রাসা সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আলহাজ্ব সরোয়ার হোসেন খানের ইন্তেকালে নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমের লাশ বাহী গাড়ি পাঁচগাঁও পৌঁছালে হাজারো ছাত্র, শিষ্য, ভক্ত-অনুরক্ত, রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষবারের মতো এক নজর দেখতে ছুটে আসেন।
আলহাজ্ব সরোয়ার হোসেন খান পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এছাড়াও অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও তাফসির মাহফিলের আয়োজক ছিলেন।
পবিত্র কুরআনের খেদমতকে তিনি জীবনের মহান ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। আসপাশের গ্রামে- কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত ও এর চর্চা জারি করার পেছনে বিশাল ভূমিকা তার।