
পাইকগাছা অফিস : আগামী ২ আগস্ট বিশ্ববরেণ্য শিক্ষাবিদ জগদ্বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পিসিরায়) এঁর ১৬৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ সমরেশ রায়, ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল ও সম আব্দুল ওয়াহাব, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মো. ওবাইদুর রহমান। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, অসীম কুমার দাশ, বিদ্যুৎ রঞ্জন সাহা, ঈমান উদ্দিন, মৃদুল কান্তি দাশ, ডিজিএম ছিদ্দিকুর রহমান, হুমায়ুন কবির, মৌলদা খাতুন, মীর নূরে আলম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান আ. কালাম আজাদ ও শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আ. মজিদ গোলদার, রণজিৎ সরকির, শংকর দেবনাথ, হাদিউজ্জামান, প্রাণকৃষ্ণ দাশ, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, বাহারুল ইসলাম, উৎপল বাইন, ময়নুল ইসলাম, মোমিন উদ্দিন, প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল, আ.ওহাব, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।