পাইকগাছা অফিস : পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামের ক্ষতিগ্রস্ত নিমাই রায় ও সুধা রায় দাম্পত্য পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি সদস্য পলাশ কান্তি রায়, পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল ও মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর ১ নভেম্বর রাত আনুমানিক ৯টায় বৈদ্যুতিক সর্ট-সার্কিটে অগ্নিকাণ্ডে দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামের নিমাই রায় ও সুধা রায় পরিবারের একমাত্র বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।