
পাইকগাছা অফিস : পাইকগাছায় গত বুধবার রাতে অজ্ঞান পার্টির কবলে এক পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করার মত ঘটনা ঘটেছে। ঘটনা টি ঘটেছে উপজেলার রাড়ুলী গ্রামে। রাড়ুলী ইউনিয়নের ভুবনমোহিনী বালিকা বিদ্যালয়ের পাশে সাবেক ইউপি চেয়ারম্যান এস ওয়াজেদ আলীর বাড়িতে। গৃহকর্তা মেহেদী হাসান টুকু, স্ত্রী শারমিন বেগম (৪৩) ও সেলিনা আক্তার (২৮), দুই ছেলে ফয়েজ (১২) ও আরিজ (৭) কে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বাড়ির সকলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে চিকিৎসারতদের খোঁজখবর নিয়েছেন থানা পুলিশ। উপজেলা কমপ্লেক্স এ ভর্তিরতদের ও প্রতিবেশী বাবুরাম বিশ্বাস ও ফয়শাল আহমেদসহ স্থানীয়রা জানান, ফজরের নামাজের একটু আগে আমেরিকা থেকে এস রহমান ও খুলনা থেকে টুকুর আত্মীয়রা জানান বাড়িতে ডাকাত পড়েছে আপনারা তাড়াতাড়ি যান। ওই পরিবারের সদস্যদের সাড়াশব্দ না পেয়ে জোরে চিৎকারে জখমরত শারমিন বেগম গেটের তালা খুলে দেন। এরপর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত গৃহকর্তা মেহেদী হাসান টুকু অচেতন ছিল। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও চিকিৎসাধীন সকালের খোঁজ-খবর নিয়েছেন। ভোর ৬টার দিকে অজ্ঞানরত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, উনারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার মাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে উনাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছি। এ ব্যাপারে কোন অভিযোগ হয়নি। অপরাধীদের ধরার ব্যাপারে আমাদের সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।