বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনার পাইকগাছা উপজেলা পৌর শাখার যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকাল ৫টায় উপজেলা শাখা অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি মুফতি আহমাদ আলীর সভাপতিতে ও মাওলানা আসাদুজ্জামান তুহীনের পরিচালনায় আগামী ৩ নভেম্বর ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আহবানে-বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালীব।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি গাজী জুনাইদুর রহমান, নাজমুল হক, মুফতি বেলাল হুসাইন, পৌর সেক্রেটারি মোঃ ফারুক খলিফা, উপজেলা সেক্রেটারি মাওলানা কাবির হুসাইন, কারী বেলাল হোসেন, মোঃ শফিকুল ইসলাম মোহাঃ আব্দুল্লাহ সরদার প্রমুখ নেতৃবৃন্দ। সভায় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।