
পাইকগাছা অফিস : নানা আয়োজনের মধ্য দিয়ে পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। পাইকগাছা থানার আয়োজনে শনিবার সকালে থানা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা বঙ্গবন্ধু চত্বরে
থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মো. দাউদ শরীফ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, পৌরসভা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত, সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরন মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রঞ্জু, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কওছার আলী জোয়ার্দ্দার, শেখ জিয়াদুল ইসলাম, আব্দুস সালাম কেরু। এ সময়ে কমিউনিটি পুলিশিং ফোরামের পৌরসভা ওবিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।