
পাইকগাছা অফিস : পাইকগাছায় গাঁজার গাছসহ মঞ্জুরুল গাজী (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার সকালে হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি গ্রামে বসুবাড়ি থেকে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জিত কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি পুলিশ টিম বুধবার সকালে ঐ গ্রামে অভিযান চালিয়ে সবুজ গাজীর ছেলে মঞ্জুরুল গাজী কে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতর বাড়ির উঠানে কোনায় রোপনকৃত একটি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, গাঁজার গাছসহ আটককৃত মঞ্জুরুল গাজীর বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রনণ আইনে মামলা দায়ের করা হয়। বুধবার ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।