পাইকগাছা অফিস : পাইকগাছায় “জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য হিস্যা চাই” দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে নিরাপদ পানি নিশ্চিত করণে পর্যাপ্ত বাজেট চাই, লবণ পানির প্রবেশ রোধ করুন ও জীবন বাঁচান, নদী ভাঙন রোধ করুন মিঠা পানির উৎস রক্ষা করুন এরকম নানাবিধ দাবিতে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়ক উপজেলা ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব এর সভাপতি জিএম এম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । বেসরকারি উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব-দি রুরাল (ডরপ) এর সহযোগিতায় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব, মা-সংসদ ও যুব গ্রপ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকুলীয় মানুষদের পানি, স্যানিটেশন সমস্যাসহ সকল সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা। আন্তর্জাতিকভাবে ক্ষতিপূরণ প্রদান। পরিবেশ দুষন রোধ। জাতীয় বাজেটে এ অঞ্চলের জন্য বরাদ্দ বৃদ্ধি এসব দাবি উত্থাপন করেন। এসময় বক্তৃতা করেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, উপজেলার সময়ন্বয়ক পিন্টু চন্দ্র দাস, মা সংসদের স্পীকার মিতা রানী দাস, আলাউদ্দিন রাজা, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের নুরুন্নাহার বেগম, রেহেনা আক্তার, শংকরী রানী দাস, মুন্নি আক্তার। ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের মিন্টু অধিকারী, আুবল কাশেম মোড়ল, আলাউদ্দিন রাজা আব্দুর সবুর আফজাল হোসেন, শাহিনুজ্জামান। যুব গ্রুপের রিপন হোসেন, মারুফা বেগম, মল্লিকা সরকার, টুম্পা খাতুন, জিএম রাজু আহমেদ সহ অনেকে।