
পাইকগাছা অফিস
পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ডিজিটাল বাংলাদেশ দিবস কর্মসূচি সূচনার শুরুতে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চস্থ “বঙ্গবন্ধু”র প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন, প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ” ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু৷ স্বাগত বক্তব্য ও এ বিষয়ে উপস্থাপনা করেন , উপজেলা সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস৷ বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান ও অজিত কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, এস আই সুজিত ঘোষ, আনসার ভিডিপি কর্মকর্তা মােছাঃ আশালতা খাতুন, তথ্য আপার তন্বী দাশ, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, প্রভাষক আমানউল্লাহ আমান, অবঃ প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ পোদ্দার, পিআইও ইমরুল কায়েস, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, শিক্ষক প্রীতিশ সরকার, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন অনন্যা মণ্ডল৷ ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন৷ বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ধরা রায়, ২য় মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর সুরাইয়া সুলতানা এশা, ৩য় লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হৈমন্তী সানা এবং বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় ১০ শ্রেণীর শিক্ষার্থী সানজিদা ইভা, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয় ১০ শ্রেণীর অনন্যা মণ্ডল, তৃতীয় মেহেরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় ১০ শ্রেণীর জিনিয়া আক্তার সেতু ৷ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে জাতীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়৷ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন ৷