
পাইকগাছা অফিস : পাইকগাছায় থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার বিএনপির ৮ নেতা-কর্মীকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চাঁদখালী ইউনিয়নের কালুয়াডাঙ্গার মেজবাউল আলম (২৮), গড়ুইখালীর বাসাখালীর মোঃ মফিজুল ইসলাম টাকু, ফকিরাবাদের মোঃ রানা মোড়ল (৩৪), ১নং ওয়ার্ডের মোঃ ইমরান হোসেন (৩২), সোলাদানার বয়ারঝাপা তারিকুল ইসলাম তুহিন (৩৫), পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ মোঃ সেলিম রেজা (লাকি) (৫৫), কপিলমুনি ৪নং ওয়ার্ডস্থ শেখ ইমাদুল ইসলাম (৫৫), গদাইপুর ইউনিয়নের গোপালপুর এর মোঃ রাশেদ বিশ্বাস (৩৮)। ২০২২ সালের ৭ ডিসেম্বর পুলিশের এসআই সুকান্ত কর্মকারের দায়ের করা নাশকতার মামলায় এসব নেতা-কর্মীদের গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, নাশকতার মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে বিএনপির উৎশৃঙ্খল নেতা-কর্মীদের গ্রেফতার করে গত শনিবার আদালতে পাঠানে হয়েছে। এদিকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।