পাইকগাছা অফিস : খুলনার পাইকগাছায় আরআরএফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় গাইনী বিষয়ক ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দরিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি “সমৃদ্ধ” গাইনী বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জোনের আঞ্চলিক পরিচালক মো. মাহফুজুর রহমান। ১৮৩ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটালের বিশেষজ্ঞ ডা. ইয়াসমিন সুলতানা ও সাদিয়া হোসেন। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার বশির আহমেদ, প্রকল্প সমন্বয়ক তাপস সাধু, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার ও মাহমুদুর রহমান, শেখ আরিফুর রহমান, তারক মজুমদার ও প্রিতম সাহা।