জন্মভূমি রিপোর্ট : খুলনার পাইকগাছায় গৃহবধূ ধর্ষনের রেশ কাটতে না কাটতেই এবার ভাইপো’র হাতে বৃদ্ধ কাকা কুশিলাল নিহত ও তার এক ছেলে আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দু’ জনকে আটক করেছেন। সংশ্লিষ্টরা বলছেন,বাড়ীর উঠান থেকে নেটজাল তোলাকে কেন্দ্র করে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাঁদখালী ইউপি’র কৃষ্ণনগরে এ ঘটনাটি ঘটেছে। লাশ উদ্ধারের পর পুলিশ সুরোতহাল রিপোর্ট সম্পন্ন করে খুমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
থানা পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানাগেছে, নিহত কুশিলাল মন্ডল(৭০) ও তার আপন বড়ভাই রনজিৎ মন্ডল ডাক নাম লব (৭৯) সাথে ভিটেবাড়ীর জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রাত সাড়ে ৯ টার দিকে দু’পরিবারের সিমানার উঠানের নেটজাল তোলা নিয়ে ঝগড়া বাঁধে। এ নিয়ে কর্ত-বিতর্কের জেরে রনজিৎ মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল তার আপন কাকা কুশিলালের বৌমা সুশীলার চুলের মুঠো ধরে মারপিঠ করে। এক পর্যায়ে তার শুশ্বর কুশিলাল ও স্বামী কৃষ্ণ মন্ডল এগিয়ে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের দ্বারা মাথায় গুরুতর আঘাতে কুশিলাল নিহত হয় ও তার ছেলে কৃষ্ণ মন্ডল মাথায় জখম হয়ে আহত হন। ঐ রাতে কৃষ্ণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে এএসপি ( ডি সার্কেল)মোঃ সাইফুল ইসলাম ও ওসি মোঃ ওবায়দুর রহমান ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করেন। এ সম্পর্কে আহত কৃষ্ণ’র স্ত্রী সুশিলা জানান,হাঁস-মুরগী,ছাগল ঠেকাতে আমার বসত ঘরের সামনে দিয়ে নেটজাল দিয়ে রাখি। তিনি অভিযোগ করেন,ঘটনার সময় গৌবিন্দ বাড়ি এসে উঠানের নেটজাল তুলে দিলে আমি প্রতিবাদ করি। তর্ক-বিতর্ক শুরু হলে সে আমার চুলের মুঠো ধরে চড়-থাপ্পড় মারে। এক পর্যায়ে স্বামী-শ্বশুর এগিয়ে এলে প্রতিপক্ষ গৌবিন্দ ও বিশ্বজিৎ নামে দু’ভাইয়ের কিল-ঘুষি, গলা ও মাথায় লাঠির আঘাতে কুশিলাল নিহত হয় ও তার ছেলে কৃষ্ণ মন্ডল রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় কৃষ্ণ মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন।
থানার মামলার তথ্য দিয়ে অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন,এ ঘটনায় নিহতের বড় ভাই রনজিৎ মন্ডল ও তার ছেলে কৃষ্ণ মন্ডল ( ৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গৃহবধূ ধর্ষনের বিষয়ে জানতে চাইলে ওসি এ প্রতিনিধিকে বলেন, আহত নারী অনেকটা সুস্থ্য হয়েছেন এবং এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
পাইকগাছায় ভাইপো’র হাতে প্রান গেল বৃদ্ধ কাকার
Leave a comment