পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলার চাঁদখালীর চক বিষ্ণুপুর মৌজার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার সরকারি জায়গায় চলছে ভুমি খেকোঁদের মাটি কাটা ও বিক্রির মহোৎসব। প্রতিদিন এ মাটিগুলো পার্শ্ববর্তী ইটভাটা গুলোতে বিক্রি করে কামিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা । ফলে বৃষ্টি মৌসুমে ভাঙ্গনের মুখে বিলীন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ষাটের দশকের এ ওয়াপদার ভেড়িবাধ। ঐ সমস্ত ভূমিখেঁকোরা স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে অল্পদিনে সরকারি জায়গার মাটি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনেছেন বলে ও অভিযোগ সাধারণ মানুষজনের। উপজেলার চাঁদখালী ইউপির চক বিষ্ণুপুরে ওয়াপদার ভেড়িবাঁধ সংলগ্ন সরকারি জায়গায় চলছে মাটি কাটা ও মাটি বিক্রির মহোৎসব। শনিবার(৭জানুয়ারি) দুপুরে ঘটনাস্থ সরেজমিনে ঘুরে এবং স্থানীয় আশপাশের মানুষজনের সাথে কথা বলে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের প্রভাবশালী ভূমিখেকো মনি ও টিক্কার নেতৃত্ব একটি প্রভাবশালী চক্র সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের চোখ ফাকিঁ দিয়ে প্রতিনিয়ত রাতের আধারে চক বিষ্ণুপুরে ওয়াপদার ভেড়িবাঁধ সংলগ্ন সরকারি জায়গা সহ সরকারি খাস জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে মাহেন্দ্র গাড়ী যোগে তারা পাশ্ববর্তী ইটভাটায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ওয়াপদার ভেড়িবাঁধ সংলগ্ন বাসিন্দারা ভয়ে এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি নয়। মাটি ব্যবসায়ী মনি ও টিক্কা সহ একটি প্রভাবশালী মহল ক্ষমতার দাপট ও প্রভাব কাটিয়ে সরকারি জায়গা থেকে মাটি কেটে এবং বিক্রি করে ইতিমধ্যে লাক লাখ টাকা মুনাফা করেছেন। বর্তমানে তারা চাঁদখালী বাজারে একাধিক ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়রা আরো জানান, মাটি ব্যবসায়ী মনি ও টিক্কা সহ একটি প্রভাবশালী মহল প্রতিনিয়ত রাতের আধারে সরকারি জায়গা থেকে মাটি কেটে নিয়ে গেলে ও প্রশাসনের কর্তাব্যক্তিরা বিষয়টি নিয়ে কেন নীরব ভূমিকা পালন করছেন এমন
প্রশ্ন ওয়াপদার ভেড়িবাধ সংলগ্ন স্থানীয় সাধারন মানুষজনের । এ ব্যাপারে ভূমিখেকোঁ মনি ও টিক্কার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা সরকারি জায়গার মাটি কাটা ও বিক্রির সত্যতা স্বীকার করে জানান, সেলিম গাইন,সিরাজুল, সাবেক ইউপি চেয়ারম্যান হাজি মুনছুর আলী, হাজি আলিম ও হানিফ এরা রেকর্ডীয় জমির মালিক নাকি? তাদের কাছ থেকে আমরা মাটি কিনে কেটে ভাটায় বিক্রি করছি।
এ ব্যাপারে পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী রাজু হাওলাদার জানান,এ বিষয়ে আমার জানা নেই। বিষয়টি আমি খোজ নিয়ে দ্রুত ব্যবস্হা নিচ্ছি।
পাইকগাছার চাঁদখালীতে পাউবোর জায়গার মাটি কেটে ভাটায় বিক্রি
Leave a comment