
পাইকগাছা অফিস
পাইকগাছায় স্কুল পড়ুয়া মেয়েকে উক্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রীর পিতাকে ছুরি দিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের শের আলী সরদারের ছেলে ব্যাবসায়ী এসএম টুকু (৩৭) শনিবার সন্ধায় গ্রামের বাড়িতে যায়। এ সময় স্থানীয় ভিলেজ পাইকগাছা গ্রামের নজরুল গাজীর ছেলে সাহেব আলী গাজী (২৪) সহ কয়েকজন ছেলে টুকুর বাড়ির সামনে তার মেয়েকে পেয়ে উক্ত্যক্ত করে। এসময় পিতা তাদেরকে বাধা দিলে পকেট থেকে চাকু বের করে টুকুকে আঘাত করার সময় হাত দিয়ে ঠেকাতে গেলে চাকুটি তার হাতে লেগে রক্তাক্ত জখম হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির হাতে ১৬টি সেলায় দেয়া হয়েছে। থানা অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নারী উক্ত্যক্তকারীদের কোন ছাড় দেয়া হবে না।