
পাইকগাছা অফিস
পাইকগাছায় উত্তর কুমখালী সার্বজনীন শ্মশান ঘাটের জায়গা জবর দখলের অভিযোগে থানায় জিডি ও সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন এলাকাবাসী।
থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসীর অভিযোগে প্রকাশ, ১৫০ বছর পূর্বে স্থাপিত উত্তর কুমখালী সার্বজনীন শ্মশান ঘাটে সনাতন ধর্মালম্বী মানুষেরা সৎকার করে আসছে। কিন্তু অতি সস্প্রতি উত্তর কুমখালী গ্রামের মৃত জ্যোতিন বৈদ্য এর ছেলে রমেশ বৈদ্য এবং তার দুই ছেলে সুকেশ বৈদ্য ও বিপুল বৈদ্যরা শ্মশান ঘাটের জায়গাটি দখল করে নারকেলের চারা বসানো, খুঁচে তছনছ করে এবং বাঁশ খুঁটির ঘেরা বেড়া দিয়ে দখল নেয়। পরের দিন সকালে বিষয়টি জানাজানি হলে শ্মশান দখলকারীদের কাছে উক্ত বিষয়ে জানতে চাইলে একই গ্রামের মৃত বিধু চন্দ্র বাছাড়ের ছেলে দেবব্রত কুমার বাছাড়কে গালিগালাজ ও ভয়ভীতি দেখায়। সে কারণে দেবব্রত থানায় জিডি করেন। যার নং- ১৩৬৯। তৎপরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসী সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের কাছে জমি উদ্ধারের দাবিতে অভিযোগ করেন। তাহাতে ঘটনার সত্যতা স্বীকার করে গড়ইখালী ৪নং ওয়ার্ড সদস্য মো: আয়ুব আলী সরদার উক্ত অভিযোগে বিষয়টি বিবেচনার জন্য সুপারিশও করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্মশানের জমি ঘেরা বেড়া অবস্থায় আছে। ফলে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। আগামীকাল ঘটনাস্থলে যাব এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।