
ডেস্ক রিপোর্ট : দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। ট্রানজিটের ঝামেলা এড়িয়ে এখন থেকে মাত্র ৩ ঘণ্টায় সরাসরি ফ্লাইটে পৌঁছানো যাবে পাকিস্তানে। আগামী ২৮ জানুয়ারি থেকে দুই দেশের মধ্যে এই নন-স্টপ ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সময় ও খরচ দুই-ই বাঁচবে
আগে সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের দুবাই বা দোহার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে পাকিস্তানে যেতে হতো। এতে যেমন দীর্ঘ সময় লাগত, তেমনি খরচও ছিল আকাশচুম্বী। সরাসরি রুট চালু হওয়ায় এখন প্রতিটি রাউন্ড ট্রিপে (যাওয়া-আসা) ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে। বিমান কর্তৃপক্ষের তথ্যমতে, সর্বনিম্ন ৫১ হাজার টাকায় এখন ঢাকা-করাচি যাতায়াত সম্ভব হবে।
ফ্লাইটের সময়সূচি ও যাত্রী প্রস্তুতি
ঢাকা থেকে করাচির ১ হাজার ৪৭১ মাইল পথ পাড়ি দিতে বিমান বাংলাদেশ ব্যবহার করবে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী-
ফ্লাইট শুরুর তারিখ: ২৮ জানুয়ারি, ২০২৬।
সাপ্তাহিক সূচি: প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার।
টিকিট: প্রথম ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যে শেষ। দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি আসন বুক হয়ে গেছে।
বাণিজ্যিক ও সামাজিক সম্ভাবনা
নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় পর এই রুটটি পুনরায় চালু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এই সরাসরি যোগাযোগ শুধু যাত্রী নয়, কার্গো পরিবহনেও নতুন সম্ভাবনা তৈরি করবে, যা দুই দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

