স্পোর্টস ডেস্ক : মাত্র ২ রানের জন্য দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি পাননি মোহাম্মদ রিজওয়ান। তার ৯৮ রানের ইনিংসের ওপর ভর করে পাকিস্তান ৫ উইকেটে ১৯৩ রানের বিশাল পুঁজি পায়। কিন্তু রাওয়ালপিণ্ডিতে ওই রান তাড়া করে ফেলে নিউ জিল্যান্ড। মার্ক চ্যাপম্যানের ঝোড়ো সেঞ্চুরিতে কিউইরা সহজেই হারিয়েছে পাকিস্তানকে। ৪ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় অতিথিরা।
চ্যাপম্যান মাত্র ৫৭ বলে ১০৪ রান করেন। ১১ চার ও ৪ ছক্কায় সাজান তার বিস্ফোরক ইনিংসটি। এছাড়া ২৫ বলে ৪৫ রানের অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জেমস নিশাম। তাতে নিউ জিল্যান্ডের জয় চলে আসে অতি সহজেই।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে রিজওয়ানের ৯৮ রানে পাকিস্তান ভালো পুঁজি পেয়েছিল। উইকেট রক্ষক ব্যাটসম্যান রিজওয়ান ৬২ বলে ৭ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি। বাবর আজমের ব্যাট থেকে আসে ১৯ রান। রানের খাতা খুলতে পারেননি মোহাম্মদ হারিস ও সাইম আইয়ুব।
শেষ দিকে দলের রান বাড়ান ইফতেখার আহমেদ ও ইমাদ ওয়াসিম। ইফতেখার ২২ বলে ৩৬ ও ইমাদ ১২ বলে ৩১ রান করেন। বল হাতে নিউ জিল্যান্ডের সেরা ছিলেন ব্লায়ের টিকনের। ৩৩ রানে ৩ উইকেট নেন তিনি।
৫ ম্যাচ সিরিজ ২-২ সমতায় শেষ হলো। সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিল।