
ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের দরজা আপাতত বন্ধ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তিতে থাকা ক্রিকেটাররা আর কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন না।
বিশেষ করে যখন পাকিস্তান দলের আন্তর্জাতিক সূচি রয়েছে।
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের প্রতি পূর্ণ মনোযোগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বিশ্বকাপ ও গুরুত্বপূর্ণ সিরিজগুলো সামনে রেখে খেলোয়াড়দের বিশ্রাম, প্রস্তুতি এবং ফিটনেস বজায় রাখা বোর্ডের প্রধান অগ্রাধিকার।
পিসিবির এক সূত্র বলেছে, জাতীয় দলের স্বার্থেই এই সিদ্ধান্ত। আমরা চাই খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেটে আরও বেশি মনোযোগী হোক এবং দলীয় সাফল্যে ভূমিকা রাখুক।
এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের শীর্ষস্থানীয় অনেক ক্রিকেটার, যারা বিপিএল, এলপিএল কিংবা সিপিএল-এর মতো জনপ্রিয় লিগে অংশ নিতেন, তারা আপাতত এসব লিগে খেলার সুযোগ হারাবেন। মূলত এশিয়া কাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পাকিস্তানের সাত ক্রিকেটারের সামনের বিগ ব্যাশ লিগে খেলার কথা। এদের মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি আছেন। এছাড়া আইএল টি-টোয়েন্টির নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছে পাকিস্তানের ১৮ ক্রিকেটার।