ক্রীড়া প্রতিবেদক : ভারতের মাটিতে গতবছর ওয়ানডে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ক্রিকেটের সিরিজ দিয়ে এই ফরম্যাটে ফিরেছে পাকিস্তান। লম্বা বিরতি ফেরা এই ম্যাচে সুখকর হয়নি বাবর-রিজওয়ানদের। প্রায় একবছর পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমে অজিদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২০৩ রানে অলআউট হয় ম্যান ইন গ্রিনরা। তবে ছোট রানের পুঁজি নিয়ে মাঠে হয়েছে রোমাঞ্চকর নাটকীয়তা। লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের ভাগ্য একটা সময় পেন্ডুলামের মতো দুলতে থাকা। শেষ পর্যন্ত অধিনায়ক প্যাট কামিন্সের নৈপুণ্যে টেনেটুনে ২ উইকেটের জয় পায় অজিরা।
পাকিস্তানের দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া একসময় ২ উইকেটে ১১৩ রান তুলে ফেলে। তবে এরপরেই মিডল অর্ডারে ধস নামে তাদের। দলীয় ১৩৯ রানের মাথায় আরও ৩ ব্যাটারকে হারিয়ে বসে অজিরা। এরপর ১৫৫ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে অস্ট্রেলিয়া।
শেষে ৮ উইকেট হারায় ১৮৫ রানে। শেষমেশ ৩৩.৩ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০৪ রান তুলে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। ৯৯ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জেতে তারা।
ওপেনার ম্যাথিউ শর্ট ১ রান করে আউট হন। অপর ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্গ সাজঘরে ফেরেন ১৬ রান করে। স্টিভ স্মিথ আউট হন ব্যক্তিগত ৪৪ রানে। ৪৬ বলের ইনিংসে তিনি ৬টি চার মারেন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন উইকেটরক্ষক জোশ ইংলিস। তিনি ৪২ বলে ৪৯ রান করে ক্রিজ ছাড়েন। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা।
মার্নাস ল্যাবুশান ১৬, অ্যারন হার্ডি ১০ ও শন অ্যাবট ১৩ রান করেন। খাতা খুলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। অধিনায়ক প্যাট কামিন্স ৩১ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার মারেন। ২ রান করে নট-আউট থাকেন মিচেল স্টার্ক।
এদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরু থেকেই ধুঁকতে থাকে। অধিনায়ক রিজওয়ানের ৪৪ রান ও শেষ দিকে নাসিম শাহের ৪০ রানে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। এছাড়া বাবর আজম ও শাহিন আফ্রিদির ছোট ছোট দুই ক্যামিওতে ২০৩ রানে অলআউট হয় পাকিস্তান।