
ক্রীড়া প্রতিবেদক : সেমিফাইনাল খেলতে হলে পাকিস্তানকে মেলাতে হবে ‘প্রায় অসম্ভব’ এক সমীকরণ। সেটাও হতো যদি পাকিস্তান আগে ব্যাটিং করত। সেমিতে যেতে হলে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৭ রানে জিততে হতো পাকিস্তানকে। বাবর আজমের পাকিস্তানের সামান্যতম আশাটুকুও বলতে গেলে শেষ। কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
ইংল্যান্ডও সেমির দৌড় থেকে ছিটকে গেছে অনেক আগেই। ইংলিশদের এখন লড়াই শুধু ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পাকাপোক্ত করা। পাকিস্তানের বিপক্ষে আজ গত ম্যাচের একাদশ নিয়েই খেলছে ইংল্যান্ড। ইংলিশদের পেস আক্রমণে আছেন গাস অ্যাটকিনসন, ক্রিস ওকস, ডেভিড উইলি ও বেন স্টোকস। যার মধ্যে ওকস, উইলি, স্টোকস পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে আছেন মঈন আলি ও আদিল রশিদ।
অন্যদিকে পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। হাসান আলির পরিবর্তে একাদশে এসেছেন লেগ স্পিনার শাদাব খান। পেস আক্রমণে থাকছেন হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। স্পিনে শাদাবের সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার আগা সালমান ও ইফতিখার আহমেদ।
পাকিস্তানের একাদশ:
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাদাব খান, হারিস রউফ।
ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মঈন আলী, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, ক্রিস ওকস, ডেভিড উইলি।