পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটায় বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি তালা উপজেলা শাখার উদ্যেগে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় পাটকেলঘাটার যুগিপুকুরিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় চাষী কল্যাণ সমিতির তালা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ডা: মাহামুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা মফিদুল ইসলাম, খোরশেদ আলম, ইউপি সদস্য আব্দুল হামিদ, মাওলানা জহুরুল ইসলাম, সাংবাদিক আজহারুল ইসলাম প্রমুখ। এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৫০ জন গরীব ও অসহায়কে খাবারের প্যাকেট, ৩৪ জনকে নগত ৩ শত টাকা এবং ৯৩ জনকে নগদ ২ শত টাকা করে মোট ১৭৭ জনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।