পাটকেলঘাটা প্রতিনিধি
পাটকেলঘাটায় সরুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক স¤প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় পাটকেলঘাটা ধানহাটা চত্বরে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা নিবার্হী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু। অনান্যদের মধ্যে বক্তৃতা করেন, হারুন অর রশিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রেজাউল করিম, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অজিত ঘোষ, বাজার মসজিদের ইমাম মাওলানা মইনুদ্দীন বুখারী, সেলিম হোসেন, সরুলিয়া ইউপি সদস্য নাজিম উদ্দীন সানা প্রমুথ। বক্তারা বলেন, বাংলাদেশ সামাজিক স¤প্রতির দেশ। দীর্ঘদিন এদেশের মানুষ জাতী-বর্ণ-ধর্ম নিবির্শেষে একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু ইদানিং কিছু কূ-চক্রীমহল সরকারের ভাবমুর্তী নষ্ট করার জন্য ধর্মকে পুঁজি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানে নাশকতা চালাচ্ছে। আপনারা ঐক্যবদ্ধভাবে এ সামাজিক সম্পৃতি বজায় রাখবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা করলে প্রশাসনকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। স¤প্রতি তালায় একটা মন্দির ভাংচুর হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়। মন্দিরে নিরাপত্তার কথা ভেবে সরকার প্রতিটি মন্দির সিসি ক্যামরা লাগানোর নির্দেশনা দিয়েছে। আপনার সকলে সরকারি নির্দেশনা মেনে চলবেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে সকলকে সজাক থাকার অনুরোধ জানান তিনি। পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে আমার ১০টি মোবাইল টিম, ২টি স্ট্রাইকিং ফোর্স এবং ট্রাফিক পুলিশ নিয়োগ করা হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সরুলিয়া ইউনিয়নে ৮৬মসজিদের ইমামসহ ২০টি পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকবৃন্দ। সভা শেষে সরুলিয়ার ইউপি চেয়ারম্যান মাস্টার শেখ আব্দুল হাই প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা প্রতিস্থাপন বাবদ ৭ হাজার টাকা প্রদান করেন।