
আইআরভি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাগরিক নেতা এড. কুদরত ই খুদা। বিশিষ্ট সাংবাদিক গৌরঙ্গ নন্দীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসির প্যানেল মেয়র আলী আকবর টিপু।
কি নোট পেপার উপাস্থাপন করেন আইআরভির সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ জয়, স্বাগত বক্তব্য রাখেন আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথী। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, কলেজ শিক্ষক জাহাঙ্গীর হোসেন, নাগরিক নেতা আফজাল হোসেন রাজু, সুজন প্রতিনিধি খলিলুর রহমান সুমন, সোনালী দিন প্রতিবন্ধীর ইসমাত আরা হীরা,উন্নয়ন কর্মী ঝর্ণা আক্তার বৃষ্টি, শাহিনুর, নাজমা, হৃদয় প্রমূখ। সভায় বক্তারা বলেন, নগরীর সুপেয় পানির সমস্যা সমাধানে ভূগর্ভস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিত ও অপচয় রোধ করতে হবে। পানি নিয়ে দুর্ভোগে শিকার মানুষেরা ওয়াসাকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানায়। সভায় ময়ুর নদ রক্ষায় নাগরিক সমাজের ভূমিকা আরো জোরদার করার আহবান জানানো হয়।