জন্মভূমি ডেস্ক : রেশন দুর্নীতিতে নাম জড়াতেই ঋতুপর্ণা সাফ জানিয়ে দিয়েছিলেন এসব ষড়যন্ত্র। তিনি বিষয়টি নিয়ে কিছুই জানেন না। কিন্তু তাতে মন গলেনি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। ফের ডাক পাঠানো হয়েছে অভিনেত্রীকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার সকাল এগারোটায় সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু অভিনেত্রী বিদেশে থাকায়, হাজিরা দিতে পারেননি। তাই মেইল পাঠিয়ে জানিয়ে দিয়েছিলেন, তার পক্ষে এখন সিজিও কমপ্লেক্সে যাওয়া সম্ভব নয়। দেশে ফিরে এলে যোগাযোগ করার আশ্বাসও দিয়েছিলেন ঋতুপর্ণা। সূত্রের খবর, অভিনেত্রীর সেই ইমেলের উপর নির্ভর করেই আগামী সপ্তাহে ফের সিজিও কমপ্লেক্সে যাওয়ার নির্দেশ দিল ইডি।
এদিকে বিষয়টি নিয়ে সেসময় ঋতুপর্ণা বলেছিলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি।’’
বিষয়টি অপমানজনক উল্লেখ করে নায়িকা আরও বলেছিলেন, ‘‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হলো। একজন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তার সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!”
বলে রাখলে ক্ষতি নেই, অবশ্য দুর্নীতিকাণ্ডে ঋতুপর্ণার নাম নতুন উঠল না। এর আগে ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তাকে। একই অভিযোগে সেসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছিল ইডি।