জন্মভূমি ডেস্ক : রাজধানীর বক্স কালভার্ট এলাকায় পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার তদন্ত কর্মকর্তা সেন্টু মিয়া। তিনি বলেন, পুলিশ সদস্য মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।
এছাড়া গতকালকের এই ঘটনায় আরও কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এর আগে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন পুলিশ কনস্টেবল পারভেজ।
একই দিন বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন। তারা দায়িত্ব পালনকালে মতিঝিল, কাকরাইল ও নয়াপল্টন এলাকায় আহত হয়েছেন।
এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর কাকরাইল মোড়ের কাছ থেকে শুরু হওয়া এই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো পল্টন এলাকা। এতে বিএনপির মহাসমাবেশস্থল ফাঁকা হয়ে যায়। পরে দলটি আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।