জন্মভূমি ডেস্ক : চাঁদপুরে ইলিশ মাছসহ তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের নিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। এই ঘটনায় ২৯ জনের নামে এবং ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আসামিরা হলেন—সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া কোটারাবাদ এলাকার মো. শাহীন (৩৮), মো. বিল্লাল (২৪) ও মো. আবদুল গফুর (৩৫)। আহত পুলিশ সদস্যরা হলেন মাইমুনুদ্দিন ও জোবায়ের হোসেন।
মামলার বাদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুল হক জানান, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে আজ ভোরে সদর উপজেলার বহরিয়া এলাকায় মডেল থানার একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় শাহীন, বিল্লাল ও গফুর নামে তিন ব্যক্তির কাছ থেকে চারটি বাজারের ব্যাগে থাকা ৪০ কেজি ইলিশ মাছ ও নগদ ২৯ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। মাছসহ আটক ব্যক্তিদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় উল্লেখিত তিন আসামিসহ অজ্ঞাত পরিচয় আসামিরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয় রাউন্ট শটগানের গুলি ছুড়ে। ওই সময় দুই পুলিশ সদস্য আহত হন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠান। বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে।